আনসার আন্দোলনে ইন্ধনদাতা ২ আনসার সদস্য গ্রেপ্তার
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪; সময়: ১০:০৩ অপরাহ্ণ |
খবর > জাতীয়
নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি আনসারদের আন্দোলনে ইন্ধনদাতা দুই আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আনসার সদস্যরা হলেন মোঃ সোহাগ মিয়া ও মোঃ মিজানুর রহমান তুহিন। তারা আন্দোলনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে।
ঢাকা জেলা পুলিশ আনসার সদস্য মোঃ সোহাগ মিয়া-কে আজ মঙ্গলবার সাভার থেকে গ্রেফতার করেছে। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার পারমাস্তল গ্রামে।
অপর আনসার সদস্য মোঃ মিজানুর রহমান তুহিন-কে কক্সবাজার জেলা পুলিশ আজ মঙ্গলবার রামু থানাধীন কাউয়ারখোপ ইউনিয়নের দুর্গম টিলাপাড়া এলাকার পাহাড়ি জঙ্গল থেকে গ্রেফতার করেছে। তিনি কক্সবাজার জেলার কক্সবাজার সদরের চৌফলদন্ডী গ্রামের বাসিন্দা।