রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৪; সময়: ৮:০৯ অপরাহ্ণ |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ই সেপ্টেম্বর সকাল ১০ টায় রাজশাহী জেলা পুলিশ লাইনস-এর ড্রিলশেডে মাসিক কল্যাণসভা অনুষ্ঠিত হয়।
এসভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন যে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আপনারা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন। তাই আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ। আমি আশা করি, আপনারা ভবিষ্যতেও দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখবেন।
এসভায় বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা তাদের অভিমত ব্যক্ত করেন এবং রাজশাহী জেলা পুলিশের কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন।