পত্নীতলায় জেমি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) : নওগাঁর পত্নীতলায় জিহান আক্তার জেমি (২৫) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে জেমি হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে জেমির বাবা ফিরোজ বলেন, এক বছর আগে পারিবারিক ভাবে তার বড় মেয়ে জেমির সাথে পত্নীতলা উপজেলার লালাপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মোরছালিন (২৮) এর সাথে বিবাহ হয়েছিল । বিয়ের কয়েকমাস পর যৌতুক বাবদ ২লাখ টাকা দাবি করে জেমির স্বামী। মেয়ের সুখের জন্য ২লাখ টাকা দিলে তার কিছুদিন পর আবার ১লাখ টাকা দাবি করলে দিতে ব্যর্থ হয় তার বাবা। টাকা না পাওয়ায় মেয়ের উপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন, গত ১১জুন মেয়ে জেমি কে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে বলে অভিযোগ তার বাবার। এ ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আসামীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায় তার পিতা ও স্বজনরা।
এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, মূল আসামীকে আটক করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।