তানোরে আওয়ামী লীগ নেতাসহ ১১ জনের নামে চাঁদাবাজির মামলা 

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৪; সময়: ৮:৩২ অপরাহ্ণ |
তানোরে আওয়ামী লীগ নেতাসহ ১১ জনের নামে চাঁদাবাজির মামলা 

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোর উপজেলা আ’ লীগ সাধারন সম্পাদক ও তানোর উপজেলা সেচ্ছা সেবক লীগ সাধারন সম্পাদক রামিল হাসান সুইটসহ ১১জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০ ৬০ জনের বিরুদ্ধে তানোর থানায় চাঁদাবাজি ও মারপিটের মামলা দায়ের করা হয়েছে।

গত ১সেম্টেম্বর রোববার আমশো গ্রামের মৃত কুতুব উদ্দীনের পুত্র মাহাবুব আলম বাদি হয়ে  তানোর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণ ও পুলিশ সুত্রে জানা গেছে, গত আগস্ট মাসের ৪ তারিখ রোববার বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলমান অবস্থায় আ”লীগের সম্পাদক প্রদীপ সরকার ও সেচ্ছাসেবক লীগের সম্পাদক রামিল হাসান সুইটসহ উল্লেখিত আসামীসহ দলীয় লোকজনরা আমশো মেডিকেল মোড়ে গিয়ে জৈনক মিজানুরের দোকানের সামনে পাকা রাস্তায় দাড়িয়ে বাদীর নিকট ৩ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকার করলে মেডিকেল মোড় থেকে ধরে টেনে হিচড়ে গোল্লাপাড়া বাজারস্থ দলীয় কার্যালয়ে নিয়ে আসেন। কার্যালয়ে এসে মামলার ২ নম্বর আসামী সেচ্ছাসেবক লীগ নেতা রামিল হাসান সুইট বাদীর ছোট ভাই আশরাফুল ইসলামের নিকট হতে ৩ লাখ টাকা চাঁদা নেয়।

মামলার বাদী মাহবুব আলম জানান, স্বৈরাচার শেখ হাসিনা ছাত্র জনতার গণঅভ্যুত্থান গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। ঠিক তার আগের দিন আ”লীগ নেতা প্রদীপ সরকার ও সুইটসহ আসামীরা দলবল নিয়ে এসে চাঁদা দাবি করেন। কিন্তু আমি দিতে অস্বীকার করলে টেনে হিঁচড়ে দলীয় অফিসে নিয়ে যায়।

সংবাদ পেয়ে আমার ছোট ভাই আশরাফুল ঘটনাস্থলে আসলে সুইট তার কাছ থেকে ৩ লাখ টাকা চাঁদা নেয়।  এসব চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতারের আহবান জানাচ্ছি।

মামলার প্রধান আসামী প্রদীপ সরকারের মোবাইলে ফোন দেয়া হলে বন্ধ পাওয়া গেছে। থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, আসামীদের গ্রেফতারে জোর অভিযান চলমান রয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে