রাজশাহীতে সাবেক মেয়রসহ ৪৪১ জনের বিরুদ্ধে আরেকটি মামলা
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ আওয়ামী লীগের ৪৪১ নেতাকর্মীর বিরুদ্ধে রাজশাহীতে আরও একটি মামলা হয়েছে। মামলায় লিটনসহ ১৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মঙ্গলবার রাতে নগরের বোয়ালিয়া থানায় এ মামলা করেন দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি। তার বাড়ি নগরের তেরোখাদিয়া মহল্লায় বলে জানান বোয়ালিয়া থানার ওসি এসএম মাসুদ পারভেজ।
ওসি বলেন, মামলার আসামিরা পলাতক আছেন। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এজাহারের বরাত দিয়ে ওসি আরও জানান, গত ৫ আগস্ট নগরের রানীবাজারে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে মামলাটি।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দলের প্রভাবশালী নেতা খায়রুজ্জামান লিটনের নামে রাজশাহীতে এ পর্যন্ত ৫টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে দুইটি হত্যা মামলা। লিটন এখন আত্মগোপনে আছেন।