পোরশায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪; সময়: ৪:০০ অপরাহ্ণ |
খবর > রাজনীতি
নিজস্ব প্রতিবেদক, পোরশা (নওগাঁ) : নওগাঁর পোরশায় বিএনপি নেতা তৌফিকুর রহমান চৌধুরী সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি বা আমার কোনো লোকজন এ উপজেলার কোথাও জমি দখল করতে যাননি। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেয়ে এবং এ উপজেলায় তার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে তার প্রতিপক্ষ স্থানীয় কিছু কৃষককে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন এবং রাজনীতিতে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্ঠা করছেন।
তিনি এই নোংরা রাজনীতিরও তীব্র নিন্দা ও প্রতিবাদও জানিয়েছেন। এসময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য অনুরোধ জনান।