রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. সা’দ আহমেদ

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৪; সময়: ৪:৩৯ অপরাহ্ণ |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. সা’দ আহমেদ

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. সা’দ আহমেদ।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ইউনিটের উপ-রেজিস্ট্রার সেলিনা খান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ড. শেখ সা’দ আহমেদকে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. সা’দ আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় একটি ক্রান্তিকাল অতিবাহিত করছে। আমি আমার সর্বোচ্চ দিয়ে যথাযথভাবে এ দায়িত্ব পালন করব।

এর আগে, মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্য দপ্তর বরাবর পদত্যাগ পত্র জমা দেন সদ্য সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. তারিকুল হাসান।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে