হানাহানি প্রতিহিংসা বন্ধ করুন অন্তর বড় করুন: ধর্ম উপদেষ্টা

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৪; সময়: ৯:৪৩ অপরাহ্ণ |
হানাহানি প্রতিহিংসা বন্ধ করুন অন্তর বড় করুন: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন ‘হানাহানি প্রতিহিংসা বন্ধ করুন-অন্তর বড় করুন। আমাদের চিন্তা চেতনা যেন আল্লাহকে সন্তুষ্টির জন্য হয়। আসুন আমরা সবায় মিলে এদেশকে সুখি সমৃদ্ধশালী করে তুলি। শনিবার তিনি উপজেলার ডাঙ্গীপাড়ায় আল-জামি’আহ আস-সালাফিয়্যাহ প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময় সভায় এসব কথা বলেন।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আব্দুর রায্যাক বিন ইউসুফের সভাপতিত্বে বক্তব্যে তিনি আরো বলেন, আমি মূলত মাদ্রসা বিভাগের ছাত্র ছিলাম। ধর্মীয় সুশাসনই পারে মানুষকে কু-প্রবৃত্তি থেকে বিরত রাখতে। মনে রাখতে হবে বিভিন্ন ধর্মের মানুষ এদেশে আছেন। দলবল নির্বিশেষে সম্প্রীতি বজায় রাখতে হবে।

এসময় প্রধান অতিথির হাতে মাদ্রাসার পক্ষ থেকে ২২ দফা দাবির স্মারকলিপি প্রদান করা হয়। দাবিগুলো হচ্ছে-সংবিধান সংশোধন ও দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ প্রবর্তন, প্রেসিডেন্ট পদ্ধতির নির্বাচন ব্যবস্থা করা, উচ্চকক্ষে বিশেষজ্ঞদের অন্তর্ভূক্তি, প্রেসিপেন্ট কর্তৃক নিজস্ব পরিষদ গঠন, শরীয়তবিরোধী আইন প্রণয়ন নিষিদ্ধকরণ, শারীয়তভিত্তিক বিচারব্যবস্থা প্রণয়ন, সুদমুক্ত ইসলামি অর্থনীতি চালু, জাতীয় সংগীত পরিবর্তন, ভারতের সাথে সমতাভিত্তিক চুক্তির পুনর্মূল্যায়ন, যৌথ নদীগুলোর ন্যায্য হিস্যা আদায়, প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন, রাজধানীর বিকেন্দ্রিকরণ, স্বধীন বিচার ব্যবস্থা চালু, পুলিশ বাহিনীর সংস্কার, বিচার বহির্ভূত হত্যা ও গুম নিষিদ্ধকরণ, শিক্ষা ব্যবস্থার সংস্কার, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, মূর্তি ও ভাস্কর্য নির্মানে অর্থের অপচয় বন্ধ, কৃষিখ্যাতে ব্যাপক ভতূকির ব্যবস্থা, স্বস্থ্য ও ব্যবসায়িক খাতের উন্নয়ন, কওমি শিক্ষা স্বীকৃতি প্রদান ও ইসলামী ফাউন্ডেশনে সালাফী বা আহলেহাদীছের সংযুক্তিকরণ।

এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত, পবা সহকারি কমিশনার ভূমি অভিজিত সরকার, মাদ্রাসার পরিচালকমন্ডলীর সদস্য জুয়েল আহমেদ খান প্রমুখ।

এরপর তিনি আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল-মারকাযুল ইসলামী আস-সালাফী পরিদর্শন ও ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন। আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সভা পরিচালনা করেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম।

এরআগে সকালে তিনি পবা উপজেলা মডেল মসজিদে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক ও কেয়ারটেকারদের উপজেলা মাসিক সমন্¦য় সভায় প্রধান অতিথি ছিলেন। পবা উপজেলা ইসলাসিক ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। দুপুরে তিনি পবা উপজেলার কাটাখালিতে জামিয়া উসমানিয়া মাদ্রাসা পরিদর্শন ও শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন। এছাড়াও এদিন বিকালে হযরত শাহ মখদুম (রঃ) দরগা পরিদর্শন করেন শেষে রাজশাহী সার্কিট হাউজে বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তাদের নিয়ে মতবিনিময়ন করেছেন

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে