বিসিবির দুর্নীতি তদন্তের দাবি সাবেক পরিচালকদের

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪; সময়: ৯:০৩ পূর্বাহ্ণ |
খবর > খেলা
বিসিবির দুর্নীতি তদন্তের দাবি সাবেক পরিচালকদের

পদ্মাটাইমস ডেস্ক : নাজমুল হাসান পাপন অধ্যায় শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। গত ২১ আগস্ট দায়িত্ব গ্রহণের পর তিনি একাধিক বৈঠকও সেরেছেন।

গতকাল (শনিবার) দুপুরে বিসিবি কার্যালয়ে হয় আরেকটি বৈঠক, যদিও এটি ছিল সাবেক বোর্ড পরিচালকদের নিয়ে। সেখানে পাপনের নেতৃত্বাধীন বোর্ডে হওয়া দুর্নীতি তদন্তের আহবান জানিয়েছেন সাবেক পরিচালকরা।

সেই বৈঠকে শাহ নুরুল কবির শাহীন, কাজী মহিউদ্দিন বুলবুল, রফিকুল ইসলামসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। পরে বৈঠক শেষে গণমাধ্যমকে শাহ নুরুল কবির শাহীন বলেন, ‘আমরা ক্রিকেট খেলেছি, ক্রিকেট সংগঠক ছিলাম, এখনও আছি।

সুতরাং ক্রিকেটের মায়া আমরা ত্যাগ করতে পারব না। আমরা বিসিবিপ্রধানকে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়ে গেলাম।

আরেক সাবেক পরিচালক মহিউদ্দিন বুলবুল বলেন, ‘একটা সময় আমাদের ক্রিকেট বোর্ড থেকে চলে যেতে হয়েছিল। কিন্তু যেহেতু আমরা সংগঠক, সে জন্যই ক্রীড়া উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এ বোর্ডকে সমর্থন জানাতে এসেছি। ভবিষ্যতে খেলার উন্নয়নে আমাদের সমর্থন থাকবে।’

এদিকে, এক সময় বিসিবিতে পরিচালকের দায়িত্ব পালন করা কাইয়ুম চৌধুরী সবশেষ ১৭ বছরের দুর্নীতি তদন্তের কথা জানিয়ে বলেন, ‘ক্রিকেট বোর্ডে ব্যাপক দুর্নীতি হয়েছে ১৭ বছরে। আমরা নির্বাচিত একটা বোর্ড ছিলাম, আমাদের জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছিল।

এরপর যারাই দায়িত্বে ছিলেন, ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা বর্তমান সভাপতির কাছে বলে এসেছি, বোর্ডের দুর্নীতির একটা পত্র প্রকাশের জন্য। কীভাবে এত দুর্নীতি হলো, তার সুষ্ঠু তদন্ত চাই।

এর আগে প্রথম বোর্ড সভা শেষে সভাপতি ফারুক আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, কিছু দুর্নীতি যে হয়েছে, এটা আমরা সবাই জানি। এটা অস্বীকার করতে পারব না।

তবে আমাদের ওপর কোনো চাপ নেই। বোর্ড পুরোপুরি স্বাধীনভাবে কাজ করছে। কাজেই আমাদের কাজের ধরনে আগের চেয়ে অনেক কিছুই ব্যতিক্রম হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে