সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪; সময়: ৩:৫১ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেয়ার পর দুইজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার দুপুর ১২টার দিকে জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাটের কুটিরচর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চালক রায়গঞ্জ উপজেলার ব্রাক্ষণবাড়িয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২২), তাড়াশ উপজেলার ভাটড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে নুরুজ্জামান আলী (৫২), তার বড় ভাই তারেক রহমান (৫৫), একই গ্রামের মৃত নূর বক্সের ছেলে আব্দুল মজিদ (৫০) ও তার বড় ভাই রেজাউল করিম (৬০)।

কামারখন্দ উপজেলা ফায়ার সার্ভিসের পরিদর্শক অপু কুমার মণ্ডল বলেন, নলকা থেকে সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছালে নলকাগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। অটোরিকশার চালকসহ আহত অবস্থায় তিনজনকে উদ্ধারের পর হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

কামারখন্দ থানার ওসি রেজাউল করিমজানান, আহত চারজনকে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা যায়। আহত দুইজনকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে