নার্সিং শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রামেবিতে উপাচার্য নিয়োগ
নিজস্ব প্রতিবেদক : নার্সিং শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে অবশেষে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিশেষ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. জাওয়াদুল হক এ পদে নিয়োগ পেয়েছেন বলে জানিয়েছে সূত্রটি।
তবে রামেবির অচলাবস্থা কাটিয়ে পরীক্ষা গ্রহণসহ ৭ দফা দাবিতে গত বুধবার থেকে নানা কর্মসূচি পালন করছিলেন রামেবির নার্সিং অনুষদের শিক্ষার্থীরা।
সোমবারও (৯ সেপ্টেম্বর) তাদের কর্মসূচি ছিল। বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাজশাহী বিভাগীয় কমিশনার অফিসের সামনে ‘প্রতীকী ক্লাস ও বই পড়া’ কর্মসূচি পালন করছিলেন রামেবি অধিভুক্ত ২৩টি নার্সিং কলেজের বিএসসি কোর্সের শিক্ষার্থীরা।
রাজশাহী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট সরকারি নার্সিং কলেজ এবং সিরাজগঞ্জ, বগুড়া ও রাজশাহীস্থ বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজের এ শিক্ষার্থীরা ৭ দফা দাবিতে ‘প্রতীকী পরীক্ষা ও প্রতীকী বিষপান’, গলায় ‘ফাঁসির দড়ি’ ঝুলিয়ে মিছিল, ‘কাফনের কাপড়’ জড়িয়ে অনশন এবং ক্লাস ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বর্জনসহ নানা কর্মসূচি পালন করছিলেন।
কর্মসূচিতে অসুস্থ হলে ১৫ শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অনেকেই এখনও চিকিৎসাধীন। এছাড়া রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেন শিক্ষার্থীরা।
নার্সিং শিক্ষার্থীরা জানান, রামেবির প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা বৈষম্যের শিকার। তারা এর অবসান চান। আন্দোলনের অন্যতম সমন্বয়ক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ-এর প্রতিষ্ঠাতা আমানুল্লাহ আমান বলেন, ৫ আগস্ট বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হলেও রামেবি নিয়ে নানারকম পাঁয়তারা করছিল স্বার্থান্বেষী মহল। ফলশ্রুতিতে হুমকির মুখে থাকা নার্সিংয়ের ৩ হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ পড়ে অনিশ্চয়তায়।
আমানুল্লাহ আমান আরও বলেন, আমরা উচ্চ পর্যায়ে স্মারকলিপি প্রদান করে বিশিষ্টজনদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি কর্মসূচি অব্যাহত রাখি। অবশেষে নতুন উপাচার্য পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তিনি দক্ষ, অভিজ্ঞ ও ডাইনামিক ব্যক্তিত্ব বলেই আমরা জানি। আমরা আশাবাদি, তিনি আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে শিগগিরই পরীক্ষা শুরু ও সেপ্টেম্বর মাসেই কাঙ্খিত ফলাফল প্রকাশসহ রামেবির জন্য নিবেদিত প্রাণ হবেন।
এর আগে গত সোমবার (২ সেপ্টেম্বর) রাতে রামেবি উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন প্রফেসর ডা. এ জেড এম মোস্তাক হোসেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
২০২১ সালের ২৭ মে ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক এ অধ্যাপককে চার বছরের জন্য রামেবির ভিসি পদে নিয়োগ দেয় সরকার। ছাত্রজীবনে তিনি রাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের রাজনীতি করেছেন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অফিসে অনুপস্থিত ছিলেন ডা. এ জেড এম মোস্তাক হোসেন।