চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে ১৮ শিশু

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪; সময়: ৯:১৮ পূর্বাহ্ণ |
চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে ১৮ শিশু

পদ্মাটাইমস ডেস্ক : চলতি বছর এখন পর্যন্ত (৯ সেপ্টেম্বর পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ২৮৫ জন রোগী।

তাদের মধ্যে ৬৩.৭ শতাংশ পুরুষ ও ৩৬.৩ শতাংশ নারী। ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছেন ৯৭ জন। তাদের মধ্যে ১৮ শিশু। মারা যাওয়া ৬৭ জন ঢাকা বিভাগের। আর ঢাকার বাইরে ৩০ জন।

শুধু সেপ্টেম্বরের প্রথম ৯ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ হাজার ৪৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে মারা গেছেন ১৪ জন।

গত বছর ডেঙ্গুতে মারা যান ১ হাজার ৭০৫ জন। হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

এদিকে, সোমবার তার আগের ২৪ ঘণ্টায় সারাদেশে এ বছরের রেকর্ড ৬১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শুধু ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪৬ জন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে