ঈশ্বরদীতে যুবলীগ নেতা তমালকে ১০ দিনের রিমান্ড

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪; সময়: ৫:০৭ অপরাহ্ণ |
ঈশ্বরদীতে যুবলীগ নেতা তমালকে ১০ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী (পাবনা) : পাবনার ঈশ্বরদীতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ ও অস্ত্র উদ্ধারের মামলায় যুবলীগ নেতা শিরহান শরীফ তমালকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

১০ সেপ্টেম্বর মঙ্গলবার ঈশ্বরদী থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে পাবনা চীফ জুডিসিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাঁর এ রিমান্ড মঞ্জুর করেন।

তমাল সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে ও উপজেলা যুবলীগের সভাপতি।

৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গ্রেপ্তারকালে তমালের কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করা হয়। সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের মামলার আসামি তিনি।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে