মোহনপুরে শিশুর প্রতি সহিংসতা রোধ, বাল্যবিবাহ ও অন্যান্য ক্ষতি ঝুকি প্রতিরোধে সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪; সময়: ৫:৫৪ অপরাহ্ণ |
মোহনপুরে শিশুর প্রতি সহিংসতা রোধ, বাল্যবিবাহ ও অন্যান্য ক্ষতি ঝুকি প্রতিরোধে সভা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে শিশুর প্রতি সহিংসতা রোধ, বাল্যবিবাহ ও অন্যান্য ক্ষতি ঝুকি প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার মৌগাছী উচ্চ বিদ্যালয়ে হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মৌগাছী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও ইমামগণ এ সভায় অংশ নেন।

এসিডি’র উদ্যোগে মৌগাছী ইউনিয়ন পরিষদ সদস্য মো. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন শিক্ষার্থী অভিভাবক মোবারক হোসেন, শিক্ষক ইব্রাহিম খন্দকার, শিক্ষক মামুনুর রশিদ, ইমাম আমিনুল ইসলাম।

বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করেন এসিডি’র প্রোগ্রাম অফিসার এ্যানি নকরেক। সহযোগিতায় ছিলেন এসিডি’র কেস ওয়ার্কার শেখ জিহান আল কামাল। উপস্থিত ছিলেন শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক ফজলুর রহমান, শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক উম্মে আয়েশা, শিক্ষক চামেলী রানী, শিক্ষক ওবাইদুর রহমান, জিল্লুর রহমান, শিক্ষক আলমগীর হোসেন, শিক্ষক আসমা খাতুন, শিক্ষক শারমিন সুলতানা প্রমুখ।

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে