মান্দায় ৪ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪; সময়: ৬:০৫ অপরাহ্ণ |
মান্দায় ৪ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাত ৯টার দিকে পাঁজরভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার পাঁজরভাঙ্গা বাজারের মৃত আব্দুস সামাদের ছেলে আলোচিত মাদক ব্যবসায়ী আতাউর রহমান (৫০) ও একই এলাকার আব্দুল কাদের প্রামাণিকের ছেলে মামুনুর রশিদ বাবু (২৬)।

নওগাঁ জেলা ডিবির ওসি হাসমত আলী জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আলী আকবরের নেতৃত্বে একটি টিম রোববার রাতে মান্দা উপজেলার পাঁজরভাঙ্গা বাজােের মাদক ব্যবসায়ী আতাউর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে।

এসময় ওই বাড়ি থেকে সাদা রঙের প্লাস্টিকের ব্যাগ থেকে দুই প্যাকেট গাঁজা উদ্ধারসহ আতাউর ও বাবুকে আটক করা হয়। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ৪ কেজি।

ঘটনায় মাদক ব্যবসায়ী আতাউর রহমান ও মামুনুর রশিদ বাবুর বিরুদ্ধে মাদ্রকদ্রব্য আইনে মান্দা থানায় মামলা করা হয়েছে।

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে