নওগাঁ জেলা বিএনপির সংবাদ সম্মেলন

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪; সময়: ৬:৩৫ অপরাহ্ণ |
নওগাঁ জেলা বিএনপির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ :  নওগাঁর আত্রাই-রাণীনগর এলাকায় আলমগীর কবিরের নেতৃত্বে বিএনপির নাম ব্যবহার করে কুরুচিপূর্ণ বক্তব্য ও সমাবেশে আয়োজনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নওগাঁ জেলা বিএনপি।

সোমবার দুপুরে শহরের কেডি’র মোড় এলাকায় বিএনপি’র দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে দলটির বিরুদ্ধে বিভিন্ন চক্রান্তের কথা তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আলমগীর কবিরের কোনো রাজনৈতিক বা দলীয় পদ নেই, এমনকি গত সাড়ে ১৫ বছরের আন্দোলনে তার কোনো ভূমিকা ছিল না। তিনি ও তার পরিবার বিএনপির পক্ষে না দাঁড়িয়ে উল্টো সুবিধা আদায়ের জন্য নানা প্রক্রিয়া চালিয়েছেন।

বিএনপির পক্ষ থেকে দাবী করা হয়, আলমগীর কবির বিএনপির ত্যাগী নেতাদের বিরুদ্ধে কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এতে করে এলাকায় বড় ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এই ধরনের ঘটনার জন্য আলমগীর কবিরকেই সম্পূর্ণ দায়ী করা হবে বলে জানানো হয়।

জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, যারা দলের জন্য সবকিছু ত্যাগ করেছেন, তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা দলের দায়িত্ব। আলমগীর কবির ও তার মতো ব্যক্তিদের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এই ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে