রাজশাহী বিভাগীয় কমিশনারকে রামেবির নার্সিং অনুষদ শিক্ষার্থীদের কৃতজ্ঞতা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ার মুহাম্মদ হুমায়ূন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) নার্সিং অনুষদের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়ে এ সাক্ষাৎ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। এ সময় শিক্ষার্থীদের তরফ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শিক্ষার্থীরা বলেন, হঠাৎ রামেবি থেকে ২০১৯-২০ সেশনের পরীক্ষার বন্ধের নোটিশ দেওয়া হয়। এতে আমরা চরম হতাশ হয়ে পড়ি। এমনিই ৯ মাস পিছিয়ে আবার পরীক্ষা বন্ধ, কী করতে হবে বুঝে উঠতে পারছিলাম না। সকলের সিদ্ধান্তে আন্দোলন শুরু করা হয়। পরে বিভাগীয় কমিশনার অফিসের সামনেও কর্মসূচি দেওয়া হয়।
সমন্বয়ক আমানুল্লাহ আমান বলেন, বিভাগীয় কমিশনার মহোদয় গত বৃহস্পতিবার ঘটনা শোনার পর সাথে সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিষয়টি জানান। পরীক্ষা গ্রহণের জন্য অতি দ্রুত উপাচার্য নিয়োগের ব্যাপারে তিনি অত্যন্ত আন্তরিকভাবে কাজ করেছেন। উপাচার্য নিয়োগের পর মঙ্গলবার অবশেষে পরীক্ষার রুটিনও প্রকাশ হয়েছে।
এদিন সাক্ষাতকালে আসন্ন পরীক্ষার প্রস্ততি নিতে বলেন বিভাগীয় কমিশনার। আন্দোলন করায় ফলাফলের ওপর হস্তক্ষেপ বা নেতিবাচক ফলাফলের শঙ্কা প্রকাশ করেন শিক্ষার্থীরা। এ সময় বিভাগীয় কমিশনার ড. দেওয়ার মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, অবশ্যই কোনো প্রভাব পড়বে না। এরকম কেউ করলে সেটা ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বিভাগীয় কমিশনার ড. দেওয়ার মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক ছিল। দ্রুত সময়ে পরীক্ষা না নিলে তারা আরও ক্ষতিগ্রস্থ হবে। আমি চেষ্টা করেছি।