অতি বাড়াবাড়ির কারণে আজকে অনেকের করুন পরিনিতি : ডিআইজি

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪; সময়: ৬:৪২ অপরাহ্ণ |
অতি বাড়াবাড়ির কারণে আজকে অনেকের করুন পরিনিতি : ডিআইজি

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : পুলিশের রাজশাহী বিভাগীয় ডিআইজি আলমগীর রহমান বলেছেন, অতি বাড়াবাড়ি, দাম্ভিকতা ও অহমিকার কারণেই আজকে অনেকের করুন পরিনিতি হয়েছে। এজন্য আমরা একে অপরে সবাই দায়ী। আপনারা যদি মামলার সময় কিছুটা বাড়িয়ে লিখে নিয়ে আসেন এটা কি পুলিশের দোষ। কিছু ক্ষেত্রে পুলিশের ও দোষ আছে তবে এজন্য আপনারাও দায়ী। আসুন আমরা এসব পরিহার করি। ঠেলাঠেলি বাদ দেই। আজ আমরা আমাদের সন্তানদেরকে যেখানে শিক্ষা দেবো, সেখানে আমাদেরই ওরা শিখিয়ে দিচ্ছে।

তিনি দেশজু্ড়ে চাঞ্চল্যকর এনায়েতপুর থানায় হামলার প্রসঙ্গ তুলে বলেন, এনায়েতপুর থানায় ১৫ জন পুলিশ সদস্য গত ৪ আগস্টের সহিংস হামলার শিকার হয়ে মারা গেছেন। এ হত্যাকান্ড টাঙ্গাইল, পাবনা ও সিরাজগঞ্জ শহর থেকে লোক এসে করেনি। আপনাদের এলাকার লোকজনই করেছে। এখানে একদিকে যেমন থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট করা হয়েছে। অপরদিকে পিটিয়ে হত্যা করা হয়েছে পুলিশকে। এখানে হয়তোবা উপস্থিত আপনারা করেননি, তবে এ কাজ এই এলাকার মানুষই করেছে। বাহিরের কেউ থাকলেও ছিল মুষ্টিমেয়। অধিকাংশই আপনারাই ছিলেন। যুদ্ধের মাঠে যদি কেউ আত্ম সমর্পণ করে তাদেরকে হত্যা থেকে বিরত থাকে অপরপক্ষ। কিন্তু এনায়েতপুরে যে পুলিশের উপর হত্যাযজ্ঞ চালানো হলো কেউ কি প্রাণ ভিক্ষা চায়নি? তারপরও ১৫ জনকে পিটিয়ে মেরে ফেললেন। এরই নাম কি মানবতা, এরই নাম কি মনুষত্ব। আমাদের এখানে অনেকেই মুসলমান। আমাদের মুসলমানিত্ব থাকলে এরকম ঘটনা এখানে হতো না। এখানে আরো ৩জন সাধারণ মানুষ মারা গেছেন। যারা মারা গেছেন কেবল তারই পরিবার এই বেদনা বহন করছেন। এ জ্বালা আপনি আমি বুঝবোনা। আমরা যদি ভালো মানুষ হতাম তাহলে এরকম ঘটনা ঘটত না। তবে থাকলে মানুষের জন্ম নিরাপত্তা আরও বিঘ্নিত হবে। তাই সকলেই পুলিশের কাজে সহযোগিতা করুন।

ডিআইজি আলমগীর রহমান, বুধবার দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুর অস্থায়ী থানা কার্যালয়ে এলাকার রাজনীতিবিদ সহ সুধীজনদের সাথে বিশেষ মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন,

লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন রেজা, জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, বিএনপি নেতা মঞ্জু শিকদার, আব্দুস সালাম, থানা জামাতের আমীর ডাঃ সেলিম রেজা, ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে