পুঠিয়া বিএনপির আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক : গত ৫ আগষ্টে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলা বানেশ্বর ইউনিয়নে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার বিকাল ৩টায় বানেশ্বর ইউনিয়ন বিএনপির আয়োজনে বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজ মাঠে নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কলেজ মাঠ থেকে এক আনন্দ মিছিল বের করে ঢাকা রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ করে বানেশ্বর ট্রাফিক মোড়ে এসে শেষ হয়। পরে চারঘাট রোডে শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয়ে সমাবেত হয়ে জনগণের মধ্যে খাবার বিতরণ করা হয় ।
এ আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ , রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, রাজশাহী কৃষকদলের আহবায়ক মাহমুদা হাবিবা, বিএনপি জেলা শ্রমীক দলের সভাপতি রোকনুজ্জামান, খায়রুল ইসফাক শিমুল, বিএনপি নেতা আল মামুন, আনোয়ারুল ইসলাম জুম্মা, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক দুলাল, আলম মেম্বার প্রমূখ।
বিএনপির বিএনপির বিভিন্নস্তরের কয়েক হাজার নেতাকর্মী স্বতস্ফুর্ত অংশগ্রহণ করেন।