নোয়াখালীতে ভারী বর্ষণ, আতঙ্কে সাড়ে ১৩ লাখ পানিবন্দি

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪; সময়: ৮:১০ পূর্বাহ্ণ |
নোয়াখালীতে ভারী বর্ষণ, আতঙ্কে সাড়ে ১৩ লাখ পানিবন্দি

পদ্মাটাইমস ডেস্ক : নোয়াখালীতে বজ্রসহ ভারী বর্ষণ হয়েছে। ফলে আতঙ্কে আছেন সাড়ে ১৩ লাখ পানিবন্দি মানুষ। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টায় এ বর্ষণ শুরু হয়।

আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের ফলে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

জেলা প্রশাসন বলছে, নোয়াখালীতে ভারতের উজানের পানি ও বৃষ্টির পানিতে বন্যা পরিস্থিতি স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। বর্তমানে ৮ উপজেলার ৮৯ ইউনিয়নের মোট সাড়ে ১৩ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছেন। ৪৮৩ আশ্রয়কেন্দ্রে এখনো আশ্রয়ে আছেন প্রায় ৬০ হাজার মানুষ।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা মো. ফারুক হোসেন বলেন, বেগমগঞ্জে বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে রাতে। এখন হাজার হাজার মানুষ পানিবন্দি। এই বৃষ্টিতে পানিবন্দি মানুষের ভেতর আতঙ্ক বিরাজ করছে। আল্লাহ যেন আমাদের রক্ষা করেন।

সেনবাগ উপজেলার বাসিন্দা মো. জহিরুল ইসলাম বলেন, বন্যার পানি অনেকটাই স্থির হয়ে আছে। খালের পানিতে কোনো প্রবাহ নেই। বন্যার পানি জলাবদ্ধতার সৃষ্টি করেছে আশপাশের বাসাবাড়ির আঙিনায়। মানুষ চরম ভোগান্তির মধ্য দিয়ে চলাচল করছেন। এদিকে ভারী বর্ষণে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, নোয়াখালীর ৮ উপজেলার ৮৯ ইউনিয়নের মোট সাড়ে ১৩ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছেন। ৪৮৩ আশ্রয়কেন্দ্রে এখনো আশ্রয়ে আছেন প্রায় ৬০ হাজার মানুষ। বৃষ্টিপাত না হলে বন্যার পানি নেমে যাবে। খালগুলো দিয়ে পানি না নামার কারণে বর্তমানে বন্যার পানি স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। আমরা উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষার্থীদের সাথে নিয়ে খাল পরিষ্কার করছি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে