রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
পদ্মাটাইমস ডেস্ক : রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র। তিনটি প্রতিষ্ঠান এবং দুই ব্যক্তির ওপর পড়েছে নিষেধাজ্ঞার খড়গ।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তালিকায় রয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন- আরটি। সংবাদমাধ্যটির বিরুদ্ধে দেশটির গোয়েন্দা বাহিনীর হয়ে কাজ করার অভিযোগ তোলা হয়েছে।
অ্যান্টনি ব্লিনকেন বলেন, আরটি রাশিয়ার গোয়েন্দাদের হয়ে কাজ করছে। কাজেই আমাদের মিত্রদের আরটির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।
আমি স্পষ্ট করতে চাই, যুক্তরাষ্ট্র মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে। কিন্তু আরটি গোপনে যেভাবে রাশিয়ার ঘৃণ্য কর্মকাণ্ডের সহযোগী হিসেবে কাজ করছে তারপর আমরা আর তাদের পাশে থাকতে পারি না।
ব্লিনকেনের দাবি, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য অস্ত্র কিনতে অর্থ সংগ্রহের প্রচারণা চালিয়েছে, আরটি। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে টেলভিশন কর্তৃপক্ষ। মার্কিন প্রশাসনের এমন দাবিকে ষড়যন্ত্র তত্ত্ব আখ্যা দিয়েছে তারা।