স্বাস্থ্য সংস্কার কমিটি থেকে অধ্যাপক ফয়েজের পদত্যাগ
পদ্মাটাইমস ডেস্ক : স্বাস্থ্য খাত সংস্কারবিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ডা. এম এ ফয়েজ।
গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে এম এ ফয়েজ নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আমি পদত্যাগ করেছি ব্যক্তিগত কারণে। নানা কারণে আমার দায়িত্ব পালন সম্ভব হচ্ছিল না।
দেশের স্বাস্থ্যব্যবস্থার বিষয়ভিত্তিক প্রয়োজনীয় সংস্কার, চিকিৎসাসেবার গুণগত মান উন্নয়ন ও স্বাস্থ্যব্যবস্থার কাঠামো শক্তিশালী করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় গত ৩ আগস্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্যানেল গঠন করে। ১১ সদস্যের এ প্যানেলের সভাপতি করা হয় স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ফয়েজকে।
কমিটি গঠনের পর থেকেই নানান সমালোচনা শুরু হয়। বলা হয়, কমিটিতে শুধু বিশেষজ্ঞ চিকিৎসক রাখা হয়েছে। কোনো জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, পুষ্টি বিশেষজ্ঞ, জনসংখ্যা বিশেষজ্ঞ রাখা হয়নি।
বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সংবাদ সম্মেলন করে এ কমিটিকে প্রত্যাখ্যান করার ঘোষণা দেয়।