কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪; সময়: ৪:৩৬ অপরাহ্ণ |
কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়া তেগুরিয়া শিশু বিদ্যানিকেতন থেকে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও তেগুরিয়া শিশু বিদ্যানিকেতনের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে তেগুরিয়া শিশু বিদ্যানিকেতন মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মুফতি মাসুম বিল্লাহ মাদানী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রিয়েলভিশন গ্রুপের চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ওমর ফারুক।

তেগুরিয়া শিশু বিদ্যানিকেতনের সভাপতি মোতালেব মোল্লার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সাকিব আল হাসান জুয়েলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের পরিচালক মহসিন প্রধান, লিটন মাষ্টার, জুরানপুর কলেজের প্রভাষক মাওলানা আব্দুর রহমান,সাংবাদিক জিসান আহমেদ নান্নু, পরিচালক সদস্য আব্দুর রহমান প্রধান, সমাজসেবক জাহাঙ্গীর আলম প্রধান ও অভিভাবক আবুল কালাম সরকারসহ আরও অনেকে।

এসময় তেগুরিয়া শিশু বিদ্যানিকেতনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ১৩ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে