নওগাঁয় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪; সময়: ৪:৫১ অপরাহ্ণ |
নওগাঁয় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের নিয়ে কূটুক্তিমূলক মন্তব্য করায় তার এবং অধিদপ্তরের সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারের পদত্যাগের ১ দফা দাবিতে নওগাঁয় মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার দুপুরে নওগাঁ সদর হাসপাতালের নার্সিং অফিসার ও সাধারণ নার্সিং শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন।

এসময় বক্তব্য রাখেন- নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ আমজাদ হোসেন, নার্সিং ইন্সট্রাক্টর রেহেনা পারভীন, সিনিয়র স্টাফ নার্স নাজমুন নাহার। এসময় বক্তারা দ্রুত তাদের পদত্যাগের দাবি জানান।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে