পত্নীতলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের দৈনন্দিন কার্যক্রম নিয়ে সচেতনতামূলক সেমিনার
নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় প্রতিবন্ধী ও অস্টিক শিক্ষার্থীদের দৈনন্দিন কার্যক্রম বিষয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে আমবাটি বুদ্ধি প্রতিবন্ধী ও অস্টিক বিদ্যালয়ে কারিতাস রাজশাহী অঞ্চল এর আয়োজনে প্রতিবন্ধী শিশু ও অভিভাবকদের নিয়ে দিনব্যাপি সেমিনারে উপস্থিত ছিলেন, কারিতাস রাজশাহী অঞ্চলের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা আগষ্টিন রাতিয়া নুনিয়া, টিসিআরপি প্রকল্পের আঞ্চলিক এনিমেটর লিনা বিশ্বাস, ফিল্ড এনিমেটর সলোমন হাসদা , প্রধান শিক্ষিকা আখিঁ আক্তার, নজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমূখ
এসময় প্রতিবন্ধী শিশুদের খাবার, ঘুমানো পোশাক পরিধেয়, টয়লেট ব্যবহার, গোসল করাসহ দৈনন্দিন বিভিন্ন কাজ বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নানা কৌশল শিখানো, ব্যায়াম শেখানোসহ নানা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়।