দুর্গাপুরে সন্ত্রাস-নৈরাজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে জামায়াতের কর্মী সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : দেশজুড়ে সন্ত্রাস-নৈরাজ্য ও চাঁদাবাজীর বিরুদ্ধে রাজশাহীর দুর্গাপুরে কর্মী সমাবেশ করেছে উপজেলা জামায়াত।
শনিবার বিকেলে উপজেলার ৭ নং জয়নগর ইউনিয়নের মাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে এই কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা আহমদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর সাইফুল ইসলাম, সেক্রেটারি শামীম উদ্দিন, সাবেক আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, পৌর আমীর মাওলানা রফিকুল ইসলাম, জামায়াত নেতা ডক্টর সেলিম রেজা খান, নুর আলম প্রমূখ।
জয়নগর ইউনিয়ন জামায়াতের সভাপতি এজাজুল হকের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে উপস্থিতি হন। এর আগে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে সমাবেশস্থলে জড়ো হোন জামায়াতের নেতাকর্মীরা।
সমাবেশে যেকোনো মূল্যে ছাত্র-জনতার এই অভ্যুত্থানকে ধরে রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত নেতারা। সেই সাথে এলাকায় সন্ত্রাস-নৈরাজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।