সুজানগরে ৩ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ যুবলীগ নেতার
নিজস্ব প্রতিবেদক, সুজানগর : গত তিন দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ ইউপি সদস্য ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম ফিরোজের। তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন পরিবার। নিখোঁজ রফিকুল ইসলাম ফিরোজ (৫২) পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
তিনি উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি। এ ঘটনায় নিখোঁজ রফিকুল ইসলাম ফিরোজের মামা আব্দুল লতিফ শেখ আতাইকুলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সাধারণ ডায়েরিতে আব্দুল লতিফ শেখ জানান, গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাড়ি থেকে বের হন রফিকুল ইসলাম ফিরোজ। দুপুর দেড়টার দিকে আতাইকুলা থানার পুষ্প পাড়া হাটে গরু কিনতে গিয়ে নিখোঁজ হন তিনি।
নিখোঁজ রফিকুল ইসলাম ফিরোজের বাবা আবুল হোসেন বলেন, ‘আমার ছেলে কী অবস্থায় আছে কোনো খবর পাচ্ছিনা। কেউ অপহরণ করেছে কিনা, তাও বুঝতে পারছিনা। প্রশাসনের কাছে অনুরোধ, আমার ছেলেকে দ্রুত আমার কাছে ফিরিয়ে দিন। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান রোববার জানান, মোবাইল ডাটা সংগ্রহ করে তাকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা চলছে।