‘জশনে জুলুছে উত্তরবঙ্গের বৃহৎ শোভাযাত্রা এনায়েতপুরে’
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:) এর জন্মদিন পবিত্র ‘ঈদ এ মিলাদুন্নবী’ জশনে জুলুছে উপলক্ষে উত্তরবঙ্গের বৃহৎ শোভাযাত্রায় মুখোরিত হলো সিরাজগঞ্জের এনায়েতপুর।
হযরত শাহ সুফী খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর পাক দরবার শরীফের আয়োজনে প্রায় দেড় কিলোমিটার বিস্তৃত সুশৃঙ্খল শোভাযাত্রায় মাথায় ক্যাপ পড়ে মুসুল্লীরা হাতে ‘আল্লাহু আকবার’ লেখা আরবী খচিত লাল ঝান্ডা ও জাতীয় পতাকা নিয়ে অংশ নেয়।
সোমবার সকাল ৯টার দিকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান খাজা এনায়েতপুরী (রঃ) এর দৌহিত্র এম এ হায়দার হোসেনের নেতৃত্বে দরবার শরীফ হতে বের হওয়া শোভাযাত্রায় ৭ সহস্রাদিক প্রায় ৭ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
পাক দরবার শরীফ হতে বের হওয়া শোভাযাত্রাটিতে চৌহালীর উপজেলার এনায়েতপুর পুরাতন বাজার হয়ে কেজির মোড়, এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের এনায়েতপুর কাপড়ের হাট ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল সড়ক হয়ে দরবার শরীফে এসে শেষ হয়।
তখন সুশৃঙ্খল শোভাযাত্রায় প্রিয় রাসুলকে সম্মান জানিয়ে সবার মুখে শ্লোগান ছিল ‘নারায়ে তাকবির-আল্লাহু আকবার, নারায়ে রিসালাত-ইয়া রাসুলুল্লাহ, মিলাদুন নবীর আগমন-শুভেচ্ছায় স্বাগতম, আজ মোদের খুশীর দিন-দয়াল নবীর জন্ম দিন।’ সেসময় রাস্তার দু পাশে উৎসুক জনতা এ শোভাযাত্রা দেখে শ্রদ্ধা জানিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানায় সকলকে।
পরে দরবার শরীফের পেশ ঈমাম আলহাজ্ব মাওঃ আব্দুল আওয়ালের মোনাজাত পরিচালনায় মিলাদ, দরুদ পাঠ ও বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া কামনা করে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
অংশ নেয়া মুসুল্লী ও আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ধ্যানের নবী হিসেবে মানবতার পথ দেখিয়ে আমাদের সকলকে ইসলামের আলোর পথের সন্ধান দিয়েছেন। তার জন্মদিন আমাদের ঈদের ন্যায় আনন্দের। আমরা প্রিয় নবীর আদর্শে জীবন গড়তে চাই।
সবাই তাকে আদর্শ হিসেবে লালন করলে মানুষে মানুষে যেমন ভেদাভেদ দুর হবে। তেমনি পরকালে নাজাত মিলবে। কয়েক বছর ধরে খাজা ইউনুস আলী (রঃ) পাক দরবার শরীফ হতে ঈদ-এ মিলাদুন্নবী পালনে বর্ণাঢ্য আয়োজন করায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।