মোহনপুরে মৌগাছী উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) পালিত

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৪; সময়: ৯:১০ অপরাহ্ণ |
মোহনপুরে মৌগাছী উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) পালিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছী উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার মৌগাছী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এঁর জন্ম ও জীবন দর্শন নিয়ে বিশোদ আলোকপাত করেন বিদ্যালয়ের মাওলানা শিক্ষক মামুনুর রশিদ। অনুষ্ঠানে গজল পরিবেশন করেন শিক্ষক ইব্রাহিম খন্দকার। বক্তব্য রাখেন শিক্ষক উম্মে আয়েশা।

উপস্থিত ছিলেন শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক ফজলুর রহমান, জিল্লুর রহমান, শিক্ষক আলমগীর হোসেন, শিক্ষক শারমিন সুলতানাসহ কর্মচারি মনোয়ারা বেগম, মেহেদী হাসান রাকিবুল ইসলাম প্রমুখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে