নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৪; সময়: ৯:২০ অপরাহ্ণ |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : পবার নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার উক্ত বিদ্যালয়ের আয়োজনে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামানিকের সভাপতিত্বে সভায় প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এঁর জন্ম ও জীবন দর্শন নিয়ে বিশোদ আলোকপাত করেন বিদ্যালয়ের মাওলানা শিক্ষক আব্দুস সামাদ খান। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মজিবর রহমান, সিনিয়র শিক্ষক শাহজাহান আলী, জায়েদুর রহমান ও সামেরুল ইসলাম।
উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান, শিক্ষক সেলিমুর রহমান, জাইদুর রহমান, আব্দুল মতিন, তারিকুল ইসলাম, শাহীন আলী, জেসমনি আফরোজসহ বিদ্যালয়েরবৃন্দ।