এনায়েতপুরে ২১ সেপ্টেম্বর তারেক রহমানের গনসমাবেশ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ হতে যাচ্ছে সিরাজগঞ্জের এনায়েতপুরে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহযোগিতা এবং তাদের দোয়া কামনায় আগামী ২১ সেপ্টেম্বর বিকেলে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নিবেন। জাতির উদ্দেশ্যে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।
এ সমাবেশ সবাইকে সফল করার আহ্বান জানিয়ে আমিরুল ইসলাম খান আলীম জানান, সিরাজগঞ্জ-৫ সংসদীয় আসনের এনায়েতপুর, চৌহালী ও বেলকুচি থানা বিএনপির উদ্যোগে হবে এই গনসমাবেশ। আশা করা হচ্ছে, ঐদিন শনিবার দুপুর ২টায় শুরুর আগেই সভাস্থল এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় বিশাল মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। এদিন আমাদের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে আরো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে যেসব উদ্যোগ নেবেন তারও দিকনির্দেশনা দেবেন। এতে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত থাকবেন।
এদিকে তারেক রহমানের আগামী ২১ সেপ্টেম্বর সমাবেশ সফল করতে সোমবার দুপুরে এনায়েতপুর কেজির মোড়ে থানা যুবদলের কার্যালয়ে জরুরী মত বিনিময় সভা করেছে এনায়েতপুর থানা বিএনপি। থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রওশন আলী সরকার মন্টুর সভাপতিত্বে এতে সদস্য সচিব মঞ্জুর রহমান মঞ্জু শিকদার, যুগ্ন আহবায়ক ছানোয়ার হোসেন বেপারী, সাইফুল ইসলাম মিঠু মীর, সালেহ আহমেদ জামিল, বিজয় আহমেদ, থানা যুবদলের সভাপতি জাহিদ হোসেন জহুরুল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রাজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার ইমন, সাধারণ সম্পাদক আহমাদ হোসেন, প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন পর তারেক রহমান আমাদের এনায়েতপুর ইসলামী উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রাখবেন। এর আগে রেখেছিলেন সরাসরি এসে। এখন বিদেশ থাকায় তিনি ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এ গণসমাবেশের প্রধান উদ্যোক্তা কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম সভাপতিত্ব করবেন। আমরা আশা করছি ৩টি থানার উদ্যোগে এই সমাবেশ অতীতের সকল রেকর্ড ভেঙ্গে বিপুল সংখ্যক মানুষের উপস্থিত হবে।
তারা জানান, তারেক রহমানের এ সমাবেশকে ঘিরে আমাদের বহু প্রত্যাশিত এনায়েতপুর থানাকে উপজেলায় বাস্তবায়ন, স্থায়ী ভাবে নদী ভাঙ্গন রোধ, তাঁত শিল্প এলাকায় গ্যাস সংযোগ ও তাঁতিদের ভাগ্য উন্নয়নে রং সুতার দাম নিয়ন্ত্রনে তার কাছে দাবি রাখবো আমরা।