নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪; সময়: ২:৫৪ অপরাহ্ণ |
নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা

পদ্মাটাইমস ডেস্ক : আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দুপুরে বিএনপির গণসমাবেশ। এ উপলক্ষে নয়াপল্টনে জড়ো হচ্ছেন দলটির নেতা-কর্মীরা।

মঙ্গলবার দুপুর আড়াইটায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন তিনি।

বেলা আড়াইটায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার আগে থেকেই ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশ অস্থলে পৌঁছাতে দেখা যায় দলটির নেতা-কর্মীরা।

দলীয় পতাকা ও জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে রাজধানীর বিভিন্ন ইউনিটি থেকে ছোট ছোট মিছিলে এসেছেন তারা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন। সমাবেশকে কেন্দ্র করে কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনায় থাকবেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। এছাড়াও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও সিনিয়র নেতৃবৃন্দ গণসমাবেশে বক্তব্য রাখবেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে