সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারী গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪; সময়: ৪:১৭ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ শহরের কাঠেরপুল এলাকায় র‍্যাব ১২ এর অভিযানে ৭৪৪ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ফেন্সিডিল পরিবহন করা একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের খটশিংগা গ্রামের শহিদুল ইসলাম (৫২), খটশিংগা, থানা-পীরগঞ্জ, হরিপুর থানার মহেন্দ্রগাঁওয়ের শহিদুল ইসলাম (৩৫) এবং দিনাজপুর জেলার খানসামা থানার ভেরভেড়ী গ্রামের শাহানুর ইসলাম (২৪)।

র‍্যাব- ১২ এর অধিনায়ক মারুফ হোসেন বিপিএম জানান, সোমবার রাতে জেলার কাজিপুর হতে সিরাজগঞ্জ শহরগামী একটি প্রাইভেটকার কাঠেরপুল এলাকায় পৌঁছালে র‍্যাব সদস্যরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। তখন গাড়িটিতে থাকা ৭৪৪ বোতল ফেন্সিডিলসহ ঐ ৩ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করে।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিলো।

এদিকে মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে