উল্লাপাড়ায় নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিললো মরদেহ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪; সময়: ৪:৪০ অপরাহ্ণ |
উল্লাপাড়ায় নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিললো মরদেহ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের তিন দিন পর পুকুর হতে আশরাফুল ইসলাম (৩৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার দহপাড়া গ্রামের মাজেম প্রামানিকের পুকুরে মরদেহভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তা উদ্ধার করে। নিহত আশরাফুল উপজেলার বামনঘিয়ালা গ্রামের মোহাম্মদ ইদ্রিস সরকারের ছেলে।

মরদেহ উদ্ধারের বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান জানান, রবিবার রাতে ঝপঝপিয়া বাজারের নিজ দোকানে আসার কথা বলে বাড়ি থেকে বের হয় আশরাফুল।

তারপর থেকে তাকে পাওয়া যাচ্ছিলো না। মরদেহ উদ্ধারের সময় তার পরনে কালো গেঞ্জি, লুঙ্গি ও মাথা গামছা দিয়ে বাঁধা ছিল। উদ্ধারের পর তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে থানায় জিডি মামলা মুলে মরদেহ সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার রির্পোট অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানিয়েছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে