উৎসবমুখর পরিবেশে কারাম উৎসব পালন
নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : উৎসবমুখর পরিবেশে পালিত হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব। এ উৎসবকে ঘিরে নওগাঁর মহাদেবপুর, পত্নীতলা, সাপাহার, ধামইরহাট ও পোরশা উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পল্লীগুলোতে ছিল সাজ সাজ রব।
বাড়িতে বাড়িতে ছিল পিঠাপুলির আয়োজন। শিশুদের পড়নে ছিল নতুন পোশাক। প্রতি বছর ভাদ্র মাসের পুর্ণিমা তিথিতে নিজের পরিবারের ও রাষ্ট্রের কল্যাণ কামনায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর লোকজন কারাম ডালের পূজার মাধ্যমে এ আয়োজন করে।
এ উৎসব উপলক্ষে এ এলাকায় বসবাসকারী উড়াও, পাহান, সাঁওতালসহ ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর বিভিন্ন জাতি নিয়ে গত রবিবার নজিপুর পাবলিক মাঠে আয়োজন করা হয় দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আশা প্রকল্প, ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্প ও এস আই এল এর সহযোগীতায় আদিবাসী সামাজিক সংগঠন ও গ্রাম কমিটি এ আয়োজন করে। এ উৎসবে এবার জেলার বিভিন্ন উপজেলার ৫৬টি সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে।
দিনভর নাচগান শেষে সন্ধ্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবির ও থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন।
কারাম উৎসব উদযাপন কমিটির সভাপতি সুধীর তীর্কির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদ, কারিতাসের কর্মসুচী কর্মকর্তা ফুলজান সিউস মারান্ডি, প্রোগ্রাম অফিসার একরামুল হক, ডাসকো কর্মকর্তা লতা কর্মকার, এস আই এল কর্মকর্তা রন্টি, ক্ষুদ্র নৃ- গোষ্ঠী নেতা জতিন টপ্য, আমিন কুজুর, জোসেফ হ্রেমব্রম, সুবোত উড়াও, রক্ষিত খয়া, বিশ্বজিৎ মাহাতো, লুইস সরেন প্রমূখ।