টানা বর্ষণে লালপুরে ফসল ও গাছপালার ক্ষতি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪; সময়: ৫:৪১ অপরাহ্ণ |
টানা বর্ষণে লালপুরে ফসল ও গাছপালার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, লালপুর : টানা চার দিনের বর্ষণে নাটোরের লালপুর উপজেলার ফসল ও গাছ পালার ব্যপক ক্ষতি হয়েছে। শুক্রবার বিকেল থেকে সোমবার রাত পর্যন্ত বৃষ্টি ও থেমে থেমে ঝড়ো হাওয়া বয়েছে।

লালপুরের সালামপুর এলাকার কৃষক আজাদ হোসেন, শ্রীরামগাড়ি এলাকার আব্দুল করিম, নওপাড়া এলাকার আসমান আলী সহ কৃষকরা জানান, চার দিনের টানা বৃষ্টিতে ও ঝড়ো হাওয়ায় আখ, ধান, কলাই, কলা, পেঁপে, আগাম সবজি ফুলকপি, বাঁধাকপি, মুলা, সিম আবাদের ক্ষতি হয়েছে।

অধিকাংশ ক্ষেতের আখ বাতাসে হেলে পড়েছে, নিচু জমির কলাই ও ধান তলিয়ে গেছে। এদিকে বৃষ্টিতে গাছের গোড়ার মাটি নরম হয়ে লালপুর – বনপাড়া, ওয়লিয়া-দয়ারামপুর সড়ক সহ কয়েকটি সড়কের ধারের বেশ কিছু বড় আকারের গাছ উপড়ে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বিভিন্ন ফসল ও আগাম সবজি আবাদের ক্ষতির বিষয়টি নিশ্চত করে জানান, কি পরিমান ক্ষতি হয়েছে তা উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকে রিপোর্ট পেলে জানানো যাবে। তবে ধানের তেমন ক্ষতি হয়নি বরং উপকার হবে।

 

 

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে