নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে নার্সদের পদায়নের দাবিতে জয়পুরহাটে পতাকা মিছিল
নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের, প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সদের পদায়নের ১ দফা দাবিতে পতাকা মিছিল করেছে জয়পুরহাট জেলায় কর্মরত নার্সিং কর্মকর্তা-শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সেখানে আরো দু’ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।
এ সময় বক্তব্য রাখেন জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ আকলিমা খাতুন, জেলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহবায়ক আয়েশা ছিদ্দিকা, সদস্য সচিব ফারহানা পারভিন, সদস্য শামীমা আক্তার, নার্সিং শিক্ষার্থী জাকিরুল ইসলাম, বর্ষা রানী, ইয়াসির আরাফাত প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পাবলিক হেলথ নার্স ফাতেমা বেগম, জেলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্য শাহানারা বেগম, কোহিনুর বেগম, শামছুন্নাহার রোজী, রেহেনা পারভীন, মেরী গোমেজসহ অন্যরা।
বক্তারা বলেন, অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের, প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সদের পদায়ন করার দাবি জানান।