গোপালগঞ্জে সংঘর্ষ ঠেকাতে গিয়ে প্রাণ গেল একজনের

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪; সময়: ১১:২২ পূর্বাহ্ণ |
গোপালগঞ্জে সংঘর্ষ ঠেকাতে গিয়ে প্রাণ গেল একজনের

পদ্মাটাইমস ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামের দুই বংশের লোকজনদের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ ঠেকাতে গিয়ে প্রাণ হারিয়েছেন একজন। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত পাঁচ জন।

মঙ্গলবার রাত ৯টার দিকে মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের মহিষতলী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান মুকসুদপুর থানার পরিদর্শক মোস্তফা কামাল।

নিহত সতীশ রায় (৫৫) ওই গ্রামের বাসিন্দা।

পরিদর্শক কামাল বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে রাত ৯টার দিকে ওই গ্রামের সুদীপ মৌলিক ও মিলন মণ্ডলের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। তার জেরে এক পর্যায়ে মৌলিক ও মণ্ডল বংশের লোকজন ঢাল-সড়কি, লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এসময় সতীশ রায় তাদের সংঘর্ষ ঠেকাতে যান। কিন্তু পেছন দিক থেকে কেউ তার মাথায় আঘাত করলে তিনি মারাত্মক আহত হন।

তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর গ্রেপ্তার এড়াতে অনেকেই এলাকা ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

পরিদর্শক কামাল আরও জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেননি। পুলিশ কাউকে আটক করেনি। তবে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে