নওগাঁয় শিক্ষকদের মানববন্ধন ও নার্সদের প্রতিবাদ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও পূর্ণ দিবস কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষকরা। দুপুরে শহরের মুক্তির মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
এসময় বক্তব্য রাখেন, কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহেদ ফেরদৌস, আল মামুন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মীর টিপু সুলতানসহ অন্যান্যরা।
অপরদিকে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ ও নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের নিয়োগ দেওয়ার দাবিতে নওগাঁয় অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি করেছে নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
আজ বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী সদর হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এসময় বক্তব্য রাখেন- নার্সিং সংস্কার পরিষদের নওগাঁ শাখার আহবায়ক নাজমুন নাহার, সদস্য সচিব রেবানা খাতুন, নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ আমজাদ হোসেনসহ অন্যান্যরা।
এসময় বক্তারা তদের দাাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান।