ক্লাস কর্মবিরতি দিয়ে জয়পুরহাট সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে জয়পুরহাটে শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কার্যালয়ে দেশের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রকল্পের কর্মচারি কর্তৃক শারীরিকভাবে শিক্ষকরা লাঞ্চিত হওয়ার প্রতিবাদে কর্মবিরতি পালন করে জয়পুরহাটে তাঁরা মানববন্ধন করেছেন।
তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তদন্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।
জয়পুরহাট জেলার চারটি সরকারি বিদ্যালয়ের শিক্ষরা ক্লাস বর্জন করে এবং মানববন্ধন কর্মসূচি পালন করে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে শহরের প্রধান সড়কের পাশে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলে শিক্ষকদের।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আযিজুল হাকিম, ফজলুল হক, মশিহুর রহমান, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বজলুর রশিদ, আলী আযম, কামরুল হাসান, পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আকতারুল আলম ও পাঁচবিবি লাল বিহারি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুদীপ কুমার প্রমুখ।
শিক্ষকরা তাদের পাঁচ দফা দাবী বাস্তবায়নে জয়পুরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।