নওগাঁয় সরকারী স্কুলের শিক্ষকদের মানববন্ধন
জ্যেষ্ঠ প্রতিবেদক, নওগাঁ : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের গেজেটেড কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর ২০২৪) বেলা ১২ টার দিকে জিলা স্কুলের সামনে এই কর্মসূচী পালন করেন সরকারী জিলা, কেডি ও গার্লসসহ স্থানীয় বিভিন্ন সরকারী স্কুলের শিক্ষকরা।
কর্মসূচী চলাকালে বক্তব্য দেন- কেডি (কৃষ্ণধন) সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহেদ ফেরদৌস, আল মামুন, রুমেল সরদার, সহকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মীর টিপু সুলতান, আলমাস হোসেন চৌধুরী, সাইদুজ্জামান তোতা, জিলা স্কুলের সিনিয়র শিক্ষক এস এম জিল্লুর রহমান, জুলফিকার আলী প্রমূখ।
বক্তারা বলেন, দেশের অন্তর্বর্তীকালীন সরকার আসার পর সুযোগসন্ধানী মহল সচিবালয়সহ বিভিন্ন অফিসে গিয়ে অহেতুক কিছু দাবি পেশ করছে। মাউশিতেও একাডেমিক সুপারভাইজার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারও অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত বিভিন্ন দাবী হিসেবে নিয়মিত হাজির হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
গতকাল ১৭ সেপ্টেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা নিজ নিজ অঞ্চলের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসমূহকে উন্মুক্ত রেখে মাউশিতে গিয়ে দলবদ্ধভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালান। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের হামলা চালিয়েছে। এমনকি নারী শিক্ষকদের হেনস্তা করা হয়।
তারা আরও বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা মূলত প্রকল্পের মেয়াদ শেষে চাকুরি থেকে অব্যাহতির শর্তে যোগদান করে। কিন্তু এখন তারা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়ন চাচ্ছে। যা পিএসসি এবং বিসিএস নন-ক্যাডারের সাথে সাংঘর্ষিক ও বিধিবহির্ভূত। ১৭ তারিখের হামলার ঘটনায় দোষিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি করেন আন্দোলনকারী শিক্ষকরা।