বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সুরে, ছন্দে, আবৃত্তিতে শরৎ উৎসব

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪; সময়: ৫:৫২ অপরাহ্ণ |
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সুরে, ছন্দে, আবৃত্তিতে শরৎ উৎসব

নিজস্ব প্রতিবেদক : নৈসর্গিক সৌন্দর্যে পরিপূর্ণ ঋতু শরৎ, বাংলার তৃতীয় ঋতু। শ্রাবণ শেষে এর উপস্থিতি, ভাদ্র আর আশ্বিন এ দু’মাসে হয় উৎসবের ঋতু শরৎ।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ১৭ ও ১৮ সেপ্টেম্বর, ২০২৪ (২ ও ৩ আশ্বিন, ১৪৩১) বিশ্ববিদ্যালয়ের প্লাজা চত্বরে সুরে, ছন্দে, আবৃত্তিতে উদযাপিত হলো শরৎ উৎসব।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা ফিতা কেটে শরৎ উৎসবের শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংঘের আহ্বায়ক ও সিআইআর -এর ডিরেক্টর প্রফেসর ড. এএইচএম রহমতুল্লাহ ইমন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. ফয়জার রহমান, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

শরৎ উৎসব উপলক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাবগুলো প্রদশর্নী স্টলের আয়োজন করে। স্টলগুলোতে মূলত বিভিন্ন ধরনের পিঠা, বই এবং হস্তশিল্প প্রদর্শিত হয়। শিক্ষক-শিক্ষার্থীদের গান, নৃত্য, আবৃত্তি, নাটক ও লোক সংগীত পরিবেশন বিশেষ মাত্র যোগ করে ।

বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে শরৎ ঋতুর ঐতিহ্য ফুটিয়ে তোলে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংঘ। সংঘের আহবায়ক প্রফেসর রহমতুল্লাহ ইমন বলেন, ‘বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আগামীতেও বাঙালির সকল উৎসব এভাবে পালন করবে। এতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বাঙালি সংস্কৃতি সম্পর্কে নিজেদের সচেতন করে তুলতে পারবে।’

শরৎ উৎসব আয়োজনে সহযোগীতা করে অটোস্পার্ক, জে এন্ড আই টেড্রিং ও আর্টিস্টরি।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে