তিন পেসার নিয়ে বোলিংয়ে বাংলাদেশ
পদ্মাটাইমস ডেস্ক : ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনের চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ।
চেন্নাইয়ে বাংলাদেশের বিরল সিদ্ধান্ত
এমএ চিদম্বরম স্টেডিয়ামে ৩৫ টেস্টের মধ্যে মাত্র দ্বিতীয় দল হিসেবে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল বাংলাদেশ। ১৯৮২ সালে প্রথমবার টস জিতে স্বাগতিকদের আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ইংল্যান্ড।
ভারত একাদশেও তিন পেসার
বাংলাদেশের মতো একই কম্বিনেশনে একাদশ সাজিয়েছে ভারত। তিন পেসার জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আকাশ দিপের সঙ্গে নেওয়া হয়েছে দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনকে।
ভারত একাদশ: রোহিত শার্মা, ইয়াশাসবি জয়সওয়াল, শুবমান গিল, ভিরাট কোহলি, লোকেশ রাহুল, রিশাভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দিপ, মোহাম্মদ সিরাজ।
বাংলাদেশের একাদশে তিন পেসার
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানার সঙ্গে দুই পেস অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে সাজানো হয়েছে দল।
ব্যাটিং বিভাগও রাখা হয়েছে আগের মতোই।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ভারত সফরের প্রথম ম্যাচে কয়েনভাগ্য এলো নাজমুল হোসেন শান্তর পক্ষে। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক।
টসের সময় শান্ত বলেছেন, উইকেটে আর্দ্রতা দেখতে পাচ্ছেন তিনি। তাই ম্যাচের শুরুতে পেস বোলারদের দিয়ে এই সুবিধা কাজে লাগাতে চায় তার দল।
ভারত অধিনায়ক রোহিত শার্মা বলেছেন, টস জিতে তিনিও আগে বোলিং নিতেন।
নতুন অভিযানে ভারতের সামনে বাংলাদেশ
পাকিস্তান সফরে স্মরণীয় সাফল্যের পর এবার ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু প্রথম ম্যাচ।
শক্তিসামর্থ্য, সাম্প্রতিক ছন্দ কিংবা মুখোমুখি পরিসংখ্যানে অনেক এগিয়ে ভারত। তবে সেসব না ভেবে ফলাফলের চিন্তা করে পাঁচ দিন ভালো ক্রিকেট খেলার লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
দুই দল এখন পর্যন্ত ১৩টি টেস্টে মুখোমুখি হয়েছে। ভারতের জয় ১১টি আর ২০০৭ ও ২০১৫ সালে বৃষ্টির সৌজন্যে ড্র হয় বাকি দুই ম্যাচ।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে ভারত। চার নম্বরে বাংলাদেশ।