সিরাজগঞ্জে গাঁজাসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার, পিকআপ জব্দ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪; সময়: ৪:১০ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে গাঁজাসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার, পিকআপ জব্দ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় চত্ত্বরে র‍্যাবের অভিযানে সাড়ে ৯২ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ।

আটককৃতরা হলেন, জয়পুরহাটের পাঁচবিবির রামভদ্রপুর গ্রামের শামিম হোসেন (২৫) ও ঝিনাইদহের কোটচাঁদপুরের কাগমারি শামিম রেজা (২৬)।

র‍্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন বিপিএম জানান, বুধবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রেপ সদস্যরা সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় গোল চত্ত্বরে অবস্থান নেন। তখন রংপুর থেকে ঢাকাগামী একটি পিকাপে তল্লাশী চালিয়ে সাড়ে ৯২.৫ কেজি গাঁজাসহ ঐ ২ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মালবাহী পিকআপ যোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে