চৌহালীতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের এক দফা এক দাবিতে সিরাজগঞ্জের চৌহালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সহকারী শিক্ষকরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় শিক্ষক আব্দুল মালেকের সঞ্চালনায় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ফিরোজ শাহ, লুৎফর রহমান, রিয়াজ উদ্দিন, সহকারী শিক্ষক মোহাম্মদ মুকাদ্দাস আলী, মশিউর রহমান, প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান। অথচ বেতন গ্রেড ১৩ তম। অন্যদিকে সমযোগ্যতায় মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের সাব-ইন্সপেক্টররা দশম গ্রেডে বেতন পাচ্ছেন।
এইচএসসি সমমান ডিপ্লোমা পাসে নিয়োগপ্রাপ্ত নার্সদের বেতন ১০ম গ্রেডে। এসএসসি সমমানে কৃষি ডিপ্লোমায় নিয়োগপ্রাপ্ত উপ-সহকারী কৃষি অফিসার বেতন পাচ্ছেন ১০ম গ্রেডে। এসব বৈষম্য নিরসনে অবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি বাস্তবায়ন করতে হবে।