শিবগঞ্জে অনলাইন সাংবাদিকদের প্রাণের মেলা

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪; সময়: ৩:৫৮ অপরাহ্ণ |
শিবগঞ্জে অনলাইন সাংবাদিকদের প্রাণের মেলা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : বগুড়ার শিবগঞ্জে তারুণ্যদীপ্ত জাতীয় অনলাইন প্রেসক্লাবের আওতাধীন শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাব এর সদস্যদের প্রাণের মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ভাসু বিহারে সংগঠনের উপজেলা সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে এ প্রাণের মেলা অনুষ্ঠিত হয়।

প্রাণের মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় অনলাইন প্রেসক্লাব বগুড়া জেলা শাখার সভাপতি মাকছুদ আলম হাওলাদার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের এক দেহ এক প্রাণ হয়ে কাজ করতে হবে এবং সকলের পারস্পারিক সহযোগিতার মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় অনলাইন প্রেস ক্লাব বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নুরনবী রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দয়া, শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আলী, সহ-সভাপতি সাজু মিয়া, কনক দেব, আনোয়ার হোসেন আর্মি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখর চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক উৎপল কুমার মোহন্ত, সহ-দপ্তর সম্পাদক রাব্বি হাসান সুমন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলজার রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাকি বিল্লাহ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুহুল আমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তৌহিদ মন্ডল, ক্রীড়া বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম সৈকত, সদস্য আবুল খায়ের, আবু হাসান হাবীব, ওছমান গনি, মাসুদ রানা, সোহাগ আলী, মাসুদ রানা মাসুদ, মোহসীন আলী প্রমূখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে