রাষ্ট্রীয় সংস্কার কাজ অব্যাহত থাকা পর্যন্ত সকলকে ধৈর্য্য ধারণ করতে হবে : দুলু

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪; সময়: ৫:০৭ অপরাহ্ণ |
রাষ্ট্রীয় সংস্কার কাজ অব্যাহত থাকা পর্যন্ত সকলকে ধৈর্য্য ধারণ করতে হবে : দুলু

নিজস্ব প্রতিবেদক, নাটোর : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের যতক্ষণ দেশে নির্বাচন ব্যবস্থা, সংবিধান ও জুডিশিয়ালসহ রাষ্ট্রীয় সংস্কার কাজ অব্যাহত রাখবে ততক্ষণ সকলকে ধৈর্য্য ধারণ করতে হবে।’

শুক্রবার সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এ সব কথা বলেন।

দুলু আরও বলেন, গত ১৭ বছর দলের দুঃসময়ে যাদের কোন কাজে খুঁজে পাওয়া যায়নি হঠাৎ করে তারা আজ অতি উৎসাহি বিএনপি হয়ে গেছেন। এদের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজিসহ অপকর্মের সাথে জড়িয়ে গেছেন।

বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ কোন রকমের চাঁদাবাজি, দখল দারিত্ব এবং হুমকি ধামকি দেয়ার চেষ্টা করে তাদের দল থেকে বহিস্কার করা হবে বলে হুশিয়ারী দেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাফুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

জনসমাবেশ শেষে রুহুল কুদ্দুস তালুকদার দুলু কাফুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা খবির উদ্দিন শাহ এর কবর জিয়ারত করে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে