আন্দোলনে নিহত কচুয়ায় শহীদ হাসানের পরিবারের পাশে জামায়াতে ইসলাম

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪; সময়: ৫:৪৭ অপরাহ্ণ |
আন্দোলনে নিহত কচুয়ায় শহীদ হাসানের পরিবারের পাশে জামায়াতে ইসলাম

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হাসানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ড.শফিকুর রহমানের নির্দেশক্রমে ঢাকা বসুন্ধরা সিটির জামায়াতে ইসলামী একটি প্রতিনিধিদল ও চাঁদপুরের কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা উপজেলার তুলাতুলী গ্রামের কবির হোসেনের পুত্র নিহত হাসানের পরিবারকে নগদ ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান ও কবর জিয়ারত বরেন।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা শাখার আমির এডভোকেট আবু তাহের মেসবাহ, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহ্ মুহাম্মদ জাকির উল্লাহ শাজুলী, কচুয়া শাখার সেক্রেটারি মোহাম্মদ আলী সিদ্দিকী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কচুয়া পৌরসভার সভাপতি মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিহত হাসান ঢাকা বসুন্ধরা সিটির একটি লাইব্রেরিতে কর্মরত ছিলেন। কর্মজীবনের পাশাপাশি তিনি একাদশ শ্রেণিতে লেখাপড়া করতেন। গত ২০ শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য খাবার ও পানি সরবাহর করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে