সহিংসতার বিরুদ্ধে শিবগঞ্জে সচেতন শিক্ষার্থীদের পথসভা

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪; সময়: ৮:২১ অপরাহ্ণ |
সহিংসতার বিরুদ্ধে শিবগঞ্জে সচেতন শিক্ষার্থীদের পথসভা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) :
উচ্ছৃঙ্খল জনতার সহিংসতার কারণে সারাদেশে যেসব হত্যা হচ্ছে এবং বিচার নিজ হাতে তুলে নেওয়ার যে অপচেষ্টা করা হচ্ছে তার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পথসভায় করেছে সচেতন শিক্ষার্থীরা।

শুক্রবার বিকালে শিবগঞ্জ আশা মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়। সভায় ফাইয়াজ রহমান তনয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষার্থী সাইমুন ইসলাম সাদাব, শাহাদাত হোসেন, অ্যাডভোকেট আসলাম-উদ-দৌলা ও মাহবুব হাসান প্রমূখ। বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য যেসব বিচার বহিঃভূত হত্যাকান্ড হচ্ছে- তার দায় আপনারা এড়াতে পারেন না। ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানের সময় আটক যুবদল নেতা মারা গেছেন।

৫ আগষ্টের পর নিজ স্বার্থে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। সেগুলোর সাথে ছাত্ররা কোনভাবেই সংশ্লিষ্টতা নেই। এগুলো স্বার্থান্বেষী মহল। বিচারের বাইরে যেসব অন্যায় অত্যাচার করা হচ্ছে- তার বিরুদ্ধে শক্ত  অবস্থান থাকবে।

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে