চারঘাট থানা পুলিশের অভিযানে ৮১০ বোতল ফেনসিডিল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাট থানা পুলিশের অভিযানে ৮১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
২০ সেপ্টেম্বর শুক্রবার রাজশাহী জেলার চারঘাট থানার ইউসুফপুর পশ্চিমপাড়া গ্রাম হতে রাতে ৮১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে রাজশাহী জেলার চারঘাট থানা পুলিশ।
এ ঘটনায় পলাতক অভিযুক্তের নাম ১। মো: সুজন (৩২), ২। মো: আশিকুর রহমান (২৯)। মো: সুজন ও মো: আশিকুর রহমান রাজশাহী জেলার চারঘাট থানার ইউসুফপুর পশ্চিমপাড়া গ্রামের মো: জিয়ারত আলীর ছেলে।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার চারঘাট থানার এসআই নুর ইসলাম, এসআই মোক্তার হোসেন, এএসআই মো: আব্দুল মালেক ও ফোর্স-সহ ২০ সেপ্টেম্বর রাত ১ টার দিকে ইউসুফপুর বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ইউসুফপুর পশ্চিমপাড়া জনৈক মো: শহীদুল ইসলাম, পিতা: মৃত: নইমুদ্দিন-এর বসতবাড়ীর উত্তরপার্শ্বে ফাঁকা জায়গায় দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।
এমন সংবাদের ভিত্তিতে ওসি চারঘাট থানা, রাজশাহী’র নেতৃত্বে এসআই মো: নুর ইসলাম, এসআই মোক্তার হোসেন, এএসআই মো: আব্দুল মালেক ফোর্স-সহ আজ ২০ সেপ্টেম্বর রাতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ঘটনাস্থলে ৩ টি প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত অবস্থায় ৮১০ বোতল ফেন্সিডিল ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়।
ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়।